রিটার্নিং কর্মকর্তা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. হাবিবুর রহমানের কাছে রোববার দুপুরে তিনি এ আবেদন জমা দেন।
আবেদনপত্রে তিনি জানান, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের প্রায় সব ভোটকেন্দ্রে নৌকা প্রতীকের প্রার্থীর দলীয় নেতাকর্মীরা জোরপূর্বক কেন্দ্র দখল করে কাঁচি প্রতীকের এজেন্টদের বের করে দিয়ে নৌকা প্রতীকের ব্যালটে সিল মারছেন।
বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া শহরের কেন্দ্রগুলোতে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা তাদের এজেন্টদেরকে বের করে দেন। জেলা শহরের মধ্যপাড়া হুমায়ুন কবির সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ব্যালট পেপার ছিনিয়ে বাইরে নিয়ে গিয়ে সিল মারার অভিযোগ করা হয়।
তবে এ ব্যাপারে প্রশাসনের কাছে অভিযোগ করেও কোন সহযোগিতা পাননি বলে আবেদনপত্রে উল্লেখ করা হয়।
এ ব্যাপারে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. হাবিবুর রহমান সাংবাদিকদের বলেন, একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করার জন্য আমি এবং পুলিশ সুপার সরেজমিনে শহরের কেন্দ্রগুলো ঘুরে দেখছি।