কলাপাতা বাংলা, চাইনিজ ও এরাবিয়ান রেস্টুরেন্টের শুভ উদ্ভোধন

ব্রাহ্মণবাড়িয়া, 4 September 2025, 41 বার পড়া হয়েছে,

শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : ভোজন রসিকদের জন্য বাহারী রকমের মুখরোচক বাংলা – চাইনিজ ও এরাবিয়ান হালাল খাবারের শতভাগ সুযোগ ও নিশ্চয়তা নিয়ে ব্রাহ্মণবাড়িয়া শহরের পূরাতণ জেল রোড মুন্সিবাড়ি রোডে এস পি সার্কেল অফিসের সম্মুখ ভাগের সার্কেল অফিসের নিজস্ব বিল্ডিংয়ের দ্বিতীয় ও তৃতীয় তলার মনোরম পরিবেশের ছাদ জুড়ে শুভ উদ্ভোধন হলো “কলাপাতা বাংলা – চাইনিজ ও এরাবিয়ান রেস্টুরেন্টের “। যে রেস্টুরেন্টে সকল ভোজন রসিকদের জন্য একসাথে থাকবে বাংলা-চাইনিজ ও এরাবিয়ান খাবারের বিশাল সমাহার। অর্থাৎ ভোজন রসিক ও খাবার প্রেমেরী চাইলে সেখানে গিয়ে যে কোন সময় নিতে পারবেন বাংলা, চাইনিজ এমনকি এরাবিয়ান খাবারের মজাদার স্বাদ। নতুন আভিজাত্যের ছোঁয়ায় শহরের ভেতরেও প্রাকৃতিক নির্মল পরিবেশে ভোজন রসিকদের জন্য শতভাগ অঙ্গীকার নিয়ে ৩ রা সেপ্টেম্বর রাত ৮ টায় পথ চলা শুরু করা এই রেস্টুরেন্টটির উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে শুভ উদ্ভোধন করেন, ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এম এম রকীব উর রাজা । বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, ডাঃ মোস্তাফিজুর রহমান, ডাঃ সাব্বির হোসাইন ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুদ দল ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার যুগ্ন সম্পাদক ও বিশিষ্ট ক্রীড়া ব্যাক্তিত্ব সৈয়দ তৈমুরসহ শহরের আরও গন্য মান্য ব্যাক্তিবর্গ। উদ্ভোধনী অনুষ্ঠান উপলক্ষে রেস্টুরেন্টটির ছাদের উপরিভাগের ব্যাতিক্রমী অংশে সকল অতিথিদের উপস্হিতে প্রথমে পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের পর উক্ত ব্যাবসার উত্তোরোত্তর সফলতা কামনা করে সবাইকে নিয়ে বিশেষ মোনাজাত পরিচালনা করেন, মুফতী এখলাছুর রহমান। অতঃপর অনুষ্ঠানে আগত প্রধান অতিথি কেক কেটে শুভ উদ্ভোধন ঘোষনা করলে প্রধান অথিথিসহ সকল অতিথি ও পরিচালকসহ সকলে একে অপরকে কেক খাইয়ে উদ্ভোধনী অনুষ্ঠানকে আরও বেশি রাঙিন করে তুলেন। এ ব্যপারে রেস্টুরেন্টটির পরিচালক শেখ আশিকুর রহমান পিয়াস বলেন, সবার জন্য মান সম্পন্ন খাবার পরিবেশন করাই হলো আমাদের প্রধান লক্ষ ও অঙ্গীকার। আমরা সকল ভোজন রসিকদের উদ্যেশ্যে বলবো আপনারা আমাদের কলাপাতা রেস্টুরেন্টে আসুন,খাবার গ্রহন করুন এবং যাচাই করুন। আপনাদের অংশগ্রহন ও মতামতের ভিত্তিতেই আমরা আমাদের সুনাম অক্ষুন্ন রেখে এগিয়ে যেতে চাই।

রেস্টুরেন্টটির উদ্ভোধনী অনুষ্ঠানে এছাড়াও সুশিল সমাজের ভিবিন্ন প্রতিনিধি, শিক্ষক,কবি,সাহিত্যিক, সাংবাদিক, ব্যাবসায়ী, ক্রিকেটার, বিভিন্ন শেনীর ভোজন রসিক ও শুভাকাঙ্ক্ষীরা উপস্হিত ছিলেন।