বিজয়নগরে স্কফ সিরাপসহ মাদক কারবারী আটক

ব্রাহ্মণবাড়িয়া, 2 September 2025, 59 বার পড়া হয়েছে,

শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানা পুলিশের একটি চৌকস দল এক মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৪৫ বোতল স্কফ সিরাপসহ মোঃ রবিউল (৪৫) নামের এক মাদক কারবারীকে আটক করেছে। আটককৃত রবিউল জেলার বিজয়নগর থানার দুলালপুর গ্রামের মৃত আবুল বাশারের ছেলে। পুলিশের মিডিয়া ব্রিফিংয় থেকে জানা যায়, মঙ্গলবার (২রা সেপ্টেম্বর) বিকাল ০৩ঃ ৪৫ মিনিটের দিকে অভিযান চালিয়ে বিজয়নগর থানার ০৮ নং বিষ্ণুপুর ইউনিয়নের দুলালপুর গ্রামের পূর্ব পাড়ায় মোঃ রবিউল এর উত্তর ভিটির চৌচালা টিনের বসত ঘরের ভিতর থেকে উল্লেখিত স্কফ সিরাপ উদ্ধার করে জব্দ করা হয় এবং মাদক কারবারী রবিউল কে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহীদুল ইসলাম জানান,আটকৃত আসামীর বিরুদ্ধে বিজয়নগর থানায় মাদক আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।