শেখ মো. কামাল উদ্দিন, কসবা সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ৭ ইউনিয়ন পরিষদ নির্বাচন সোমবার। রোববার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ইভিএমসহ প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম ভোট কেন্দ্রে পাঠানো হয়েছে।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার কসবা পশ্চিম, কায়েমপুর, বায়েক, গোপীনাথপুর, বিনাউটি, বাদৈর ও মেহারী এ ৭ ইউনিয়ন পরিষদ নির্বাচন সোমবার অনুষ্ঠিত হচ্ছে। চেয়ারম্যান পদে ৫০ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৭৬ জন এবং সাধারণ সদস্য পদে ২৩২ জন প্রতিদ্বন্দিতা করছেন। নির্বাচনে ৭ জন চেয়ারম্যান, ২১ জন সংরক্ষিত নারী সদস্য ও ৬৩ জন সাধারণ সদস্য নির্বাচিত হবেন।
মোট ভোটার সংখ্যা ১ লাখ ৪৪ হাজার ৫৫২ জন। এদের মধ্যে পুূরুষ ৭৪ হাজার ৩৫৬ এবং নারী ভোটার ৭০ হাজার ১৯৬ জন। ৬৪টি ভোট কেন্দ্রে মোট ৪৩০ টি কক্ষ রয়েছে।
কসবা উপজেলা নির্বাচন অফিসার ও রিটানিং অফিসার মুহাম্মদ জাসিদুল ইসলাম বলেন, উৎসবমুখর পরিবেশে ইভিএমে ভোট গ্রহণ করা হবে। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণেনর জন্য ৭ ইউনিয়নে ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, প্রয়োজনীয় সংখ্যক পুলিশ, বিজিবি ও আনসার নিয়োজিত আছেন।