ম্যাজিস্ট্রেটের সাক্ষর-সীল জালিয়াতি, সরাইল ছাত্রলীগের সেক্রেটারি গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া, 12 December 2022, 129 বার পড়া হয়েছে,
জাকারিয়া জাকির : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ বাপ্পি (২৯) কে গ্রেফতার করেছে অপরাধ তদন্তকারী সংস্থা (সিআইডি)।
ব্রাহ্মণবাড়িয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকের সাক্ষর ও সীল জালিয়াতির অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রাব্বি উপজেলার নিজ সরাইল গ্রামের মোখলেছুর রহমানের ছেলে।
সোমবার (১২ ডিসেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সিআইডির পুলিশ সুপার শাহরিয়ার রহমান জানান, ব্রাহ্মণবাড়িয়া চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কাগজপত্র জাল জালিয়াতির করার অভিযোগে সোমবার ভোরে নিজ বাড়ি থেকে বাপ্লিকে গ্রেফতার করা হয়। আদালতের কাগজপত্র জালিয়াতির অভিযোগে এক আইনজীবী আদালতে মামলা দায়ের করেন। সেই মামলায় বাপ্পিকে গ্রেফতার করা হয়। তাকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।