রামরাইলে বোনের শ্বশুরবাড়ির জামগাছ থেকে ভাইয়ের মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া, 2 August 2021, 546 বার পড়া হয়েছে,
নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার রামরাইলে বোনের শ্বশুর বাড়ির জাম গাছ থেকে ঝুলন্ত অবস্থায় আমজাদ (২৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১ আগস্ট) সকালে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের রামরাইল পশ্চিম পাড়া থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। আমজাদ ওই এলাকার হাসিম মিয়ার ছেলে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, আমজাদ মানসিক ভারসাম্যহীন ছিল। এর আগেও সে একবার আত্মহত্যার চেষ্টা করেছিল। নিহত আমজাদের বোনের শ্বশুর বাড়ি পাশাপাশি বাড়িতে।

শনিবার রাতে সে ছোট বোনের শ্বশুর বাড়িতে যায়। সকালে বোন তাকে খুঁজে পাচ্ছিল না। একপর্যায়ে একটি জাম গাছের নিচে আমজাদের জুতা দেখতে পায় তার বোন। উপরে তাকিয়ে দেখে আমজাদের দেহ জাম গাছের ঝুলছিল। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) সূজন কুমার চক্রবর্তী জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এই ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।