
মো. আজহার উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া শহরের মধ্যপাড়া বর্ডার বাজারে অবস্থিত মারকাযুত ত্বাকওয়া তাহফিজুল কোরআন মাদ্রাসায় নবীন হাফেজ সংবর্ধনা ও নতুন হিফজ শিক্ষার্থীদের সবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামিয়া ইসলামীয়া ইউনুছিয়ার শাইখুল হাদিস আল্লামা মুফতি শামছুল হক সরাইলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি তোফায়েল আহমেদ নোমান, মুফতি তোফাজ্জল হক, মাওলানা আব্দুল কাইয়ুম, মাওলানা কফিল উদ্দিন, মাওলানা আব্দুস সাত্তার, মুফতি ইয়াসিন মাহমুদ, হাফেজ হুসাইন আহমেদ ও হাফেজ রেদওয়ানসহ স্থানীয় আলেম-উলামা ও মাশায়েখগণ।
এছাড়া অভিভাবক প্রতিনিধি হিসেবে শরীফ আহমেদ, সোহেল কবীর, তাশদীদ হোসাইন ও খন্দকার নাসির উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ মাওলানা আমিরুল ইসলাম। এদিন নবীন হাফেজ সুলতান মাহমুদকে সংবর্ধনা প্রদান করা হয়। একইসাথে হিফজ বিভাগের শিক্ষার্থী আদনান হুসাইন, আব্দুল্লাহ আল আলভী ও সামিউল ইসলাম প্রথম সবক গ্রহণ করেন। পাশাপাশি কোরআন শরীফের সবক গ্রহণ করেন শিক্ষার্থী রাফসান হুসাইন।
প্রতিষ্ঠালগ্ন থেকেই মারকাযুত ত্বাকওয়া তাহফিজুল কোরআন মাদ্রাসা মানসম্মত কোরআন শিক্ষা প্রদানে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এখানে রয়েছে শান্ত, মনোরম ও ধর্মীয় পরিবেশ, যা শিক্ষার্থীদের হিফজে মনোনিবেশ করতে সহায়তা করে। অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ উস্তাদগণ শিক্ষার্থীদের সঠিক তাজবিদ ও কেরাতের মাধ্যমে কোরআন মুখস্থ করাতে বিশেষভাবে গুরুত্ব দেন।
শুধু পাঠদান নয়, বরং চরিত্র গঠন, ইসলামী আখলাক চর্চা এবং আদর্শ জীবন গড়ার দীক্ষা প্রদানের মাধ্যমে মাদ্রাসাটি ইতোমধ্যেই অভিভাবক ও স্থানীয়দের আস্থার প্রতীক হয়ে উঠেছে। ফলে স্থানীয় মানুষজন মারকাযুত ত্বাকওয়াকে একটি প্রশংসনীয় ও আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করছেন।