গণমাধ্যম সমাজ জীবনের দর্পন -জাকারিয়া…
4 July 2021,
1167516 বার পড়া হয়েছে,
ছেলেবেলার চাঁদ মামা
– কোহিনূর আক্তার প্রিয়া।
ছেলে বেলায় চাঁদ মামার কতো টিপ,
মা দিয়েছিলো আমাদের কপালে,
বড় বেলায় এসে আমরা সবাই ভুগছি,
চাঁদ মামার সুখের টিপের আকালে।
ছেলে বেলায় তুমি ছিলে সব মায়েদেরই ভাই,
তাইতো আজ বড় বেলায় এসেও…
তোমায় বার বার ডেকে যাই।
চাঁদ মামা চাঁদ মামা,
দেবো তোমায় রঙ্গিন জামা।
একটু কাছে আসোনা,
মিষ্টি করে হাসোনা।
ছেলে বেলার মতোন করে
একটু ভালোবাসোনা।