ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী নূরে আলম ছিদ্দিকী

ব্রাহ্মণবাড়িয়া, 14 December 2024, 7 বার পড়া হয়েছে,

মো. আজহার উদ্দিন,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব নূরে আলক ছিদ্দিকী বলেছেন, আমার নেত্রী দেশরত্ন বেগম খালেদা জিয়াকে অনেক ষড়যন্ত্র করে দেশত্যাগ করতে বাধ্য করেছিলো৷ কিন্তু তিনি ১৮ কোটি মানুষের দিকে তাকিয়ে দেশ ত্যাগ করেননি৷ এমনকি তিনি যে বাসভবনে থাকতেন সেখানে থেকে উনাকে টেনে হিচছে বের করে নিয়ে গিয়েছিলেন৷ উনার আসবাপত্র কোথায় নিয়ে গিয়েছিলেন তারাই একমাত্র জানতো৷ পরবর্তীতে উনার বাড়ি ভেঙে চুরমার করে রুলার দিয়ে সমান করে দিয়েছে৷ তিনি শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ায় শালগাঁও কালিসীমা ইলাভেন বয়েজ ক্লাব আয়োজিত ফুটবল টুর্নামেন্ট ২৪ সিজন ৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন৷

এসময় তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া ৬টি আসনে দল থেকে যাদের মনোনয়ন দিবে আমরা তাদের পক্ষে কাজ করবো৷ এসময় তিনি আগামী ২৮ ডিসেম্বর জেলা বিএনপির নির্বাচনে সাধারণ সম্পাদক হিসেবে প্রার্থী হবারও ঘোষণা দেন৷

এসময় নূরে আলম ছিদ্দিকী বিশালর সমর্থকরা গাড়ি বহর ও মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে স্লোগানে স্লোগানে ফাইনাল খেলা অনুষ্ঠানে উপস্থিত হয়৷

জেলা জজ কোর্টের এডভোকেট মোঃ বশির আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক শিল্প ও বাণিজ্য সম্পাদক মোঃ শাহ আলম ভুইয়া, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সদস্য হাজী মোঃ আজীম, জেলা তাতিদলের সভাপতি প্রফেসর মোশাররফ হোসেন, জেলা জাসাসের সদস্য সচিব বায়জিদ আহমেদ হেলাল, জেলা ছাত্রদলের আহবায়ক শাহিনুর রহমান শাহিন, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সজিবুর রহমান সজিব প্রমুখ৷

ফাইনাল খেলায় দুটি দল অংশগ্রহণ করে৷ সাদেকপুর ফুটবল একাদশ ও গোকর্ণঘাট ফুটবল একাদশ৷ খেলায় ১-০ গোলে সাদেকপুর কে হারিয়ে বিজয়ী হয় গোকর্ণঘাট ফুটবল একাদশ৷ পরে অনুষ্ঠানে উপস্থিত অতিথিদেরকে ক্রেস্ট প্রদান করে৷

এছাড়াও বিএনপি সহ অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মী ও অত্র কালিসীমার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন৷

খেলা শেষে বিজয়ী দলের হাতে ফ্রিজ ও রানার্সআপ দলের হাতে টিভি সহ পুরুষ্কার তুলে দেয়া হয়৷