ফেন্সিডিল ও গাঁজাসহ ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া, 6 October 2024, 5 বার পড়া হয়েছে,
মোঃ নিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : র‌্যাব-৯ এর অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা হতে ফেন্সিডিল ও গাঁজাসহ ০৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
র‌্যাব-৯ মাদক বিরাধী অভিযান পরিচালনা করে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা থেকে ৯৬ বোতল ফেন্সিডিল ও ০২ কজি গাঁজাসহ ০৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদর ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার আভিযানিক দল ০৫ অক্টাবর আনুমানিক ১৭.৩০ ঘটিকায় ব্রাহ্মণাবাড়িয়ার নাসিরনগর থেকে মাদক বহনকালে ৯৬ বোতল ফেন্সিডিল ও ০২ কজি গাঁজাসহ ০৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন – সেলিনা আক্তার (৪০), স্বামী-মৃত আলী, জাফরাবাদ, লাকী আক্তার (৩২), স্বামী-সাইফুল, মোনাহরপুর, উভয় কুলিয়ারচর, মোঃ ফরিদ মিয়া (৩৪), পিতা- মত আব্দুর রউফ, লক্ষীপুর, রুমা আক্তার (৩০), স্বামী- হাবিব মিয়া, ভৈরবপুর, কিশারগঞ্জ।
পরবর্তী আইনগত ব্যবস্হা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়। আসামী ও জব্দকৃত আলামতসহ তাদের ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর থানায় হস্তান্তর করা হয়।
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।