ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় ফসল ধ্বংস ও পুকুরের বিপুল পরিমাণ মাছ চুরির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। গত ১১ মার্চ সোমবার বাদী হাবিবুর রহমান ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলা করেন। মামলায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নাটঘর এলাকার মৃত আঃ সাত্তারের ছেলে সাগর (৪৫) কে ১নং আসামী করে মোট ১৮ জন আসামীর নাম উল্লেখ করা হয়। মামলায় বাদী হাবিবুর রহমান উল্লেখ করেন, দীর্ঘদিন যাবত আসামীগণ তাকে ভয়ভীতি প্রদর্শন সহ অত্যাচার নির্যাতন করতো। কয়েকমাস আগে পূর্ব শত্রুতার জেরে আসামীরা বাদীর বিভিন্ন ফলের গাছ কেটে নিয়ে যায় এবং নষ্ট করে যার আনুমানিক মূল্য ১৫ লক্ষ টাকা। এই বিষয়ে স্থানীয় সর্দারদের মধ্যস্থতায় সালিশ বৈঠকে আপোষ মীমাংসা হলে আসামীগণ সালিশ বয়কট করে। পরে গত ৪ মার্চ সোমবার বাদী হাবিবুর রহমান তার জমিতে বিভিন্ন ফলের গাছ রোপণ করতে গেলে সকল আসামী একযোগে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাদীকে গাছের চারা রোপণে বাঁধা প্রদান করে। বাদী ও সাক্ষীগণ আসামীদের বাঁধা প্রদানের চেষ্টা করলে ১নং আসামী সাগর পিস্তল উচিয়ে বাদীকে প্রাণ নাশের হুমকি দেয়। তখন ৫ নং সাক্ষী মামুন মিয়া ৯৯৯ এ কল করলে পুলিশ এসে বাদী ও সাক্ষীদের উদ্ধার করে। পুলিশ দেখে আসামীরা পালিয়ে যায় এবং যাওয়ার সময় আসামীরা বাদীর কাছে ২০ লক্ষ টাকা দাবী করে এবং না দিলে হত্যার হুমকি প্রদান করে। এরপর আনুমানিক রাত ১১ টা থেকে ৪ টার মধ্যে মোট ৪ টা পুকুরের প্রায় ২২ লক্ষ টাকার মাছ চুরি করে নিয়ে যায়। এছাড়া বাগানের সবজি চুরি করে নিয়ে যায় এবং বাগান ধ্বংস করে ফেলে। এই ব্যাপারে বাদী পক্ষের আইনজীবী এডভোকেট মো: রুহুল আমিন জানান, মামলা তদন্তের জন্য সম্প্রতি পিবিআইকে দায়িত্ব দেওয়া হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে।