বাংলাদেশ উদ্যোক্তা ফোরাম এর আয়োজনে অনুষ্ঠিত হলো (ইপি) ব্রাহ্মণবাড়িয়া জেলা উদ্যোক্তা মিটআপ ও পণ্য প্রদর্শনী

ব্রাহ্মণবাড়িয়া, 5 February 2024, 33 বার পড়া হয়েছে,
মোঃ নিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : বাংলাদেশ উদ্যোক্তা ফোরাম এর আয়োজনে অনুষ্ঠিত হলো (ইপি) ব্রাহ্মণবাড়িয়া জেলা উদ্যোক্তা মিটআপ ও পণ্য প্রদর্শনী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিসিক ব্রাহ্মণবাড়িয়া জেলার সম্প্রসারন কর্মকর্তা মোঃ রোকন উদ্দিন ভুঁইয়া।
এ সময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন, শহীদ লুৎফর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব সাঈদুর রহমান সরদার,মাছরাঙ্গা টেলিভিশনের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আশেক মান্নান
হিমেল।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ইপির ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি ও জান্নাত ক্রিয়েশনের স্বত্বাধিকারী জান্নাতুল ফেরদৌসী। এছাড়া ও উপস্থিত ছিলেন, ইপির জেলা
প্রতিনিধি দেওয়ান মমতাজ ইসলাম, জেলা সহ প্রতিনিধি নাফিসা লাবাবা।
জেলার ২০ জন উদ্যোক্তা এই পণ্য প্রদর্শনীতে অংশগ্রহণ করেন। তারা বলেন, ইপির মাধ্যমে আমরা অনলাইন এর পাশাপাশি অফলাইনে ও পরিচিতি বৃদ্ধি করতে সফল হয়েছি। ইপির মাধ্যমে সারা বাংলাদেশে আমরা একটা প্লাটফর্ম তৈরি করতে চাই।
ইপি-উদ্যোক্তা প্ল্যাটফর্ম এর প্রতিষ্ঠাতা ও পরিচালক হাসানুর রহমান রনি জানান, কোভিডের সময় অনলাইনে ইপির জন্ম হলেও বর্তমানে সারা বাংলাদেশ অনলাইন ও
অফলাইনে এর জেলা,উপজেলা ভিত্তিক কার্যক্রম ছড়িয়ে গিয়েছে। আমরসল অনলাইন এবং অফলাইন ট্রেনিং এর মাধ্যমে একজন উদ্যোক্তাকে দক্ষ করে গড়ে তোলার চেষ্টা করছি। ভবিষ্যতে সকল জেলায় ইপি সেল সেন্টার করা হবে ২-৩ টি। পাশাপাশি পণ্য মেলার আয়োজন করা হবে।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি এবং বিশেষ অতিথিগণ শ্রেষ্ঠ উদ্যোক্তাদের ক্রেস্ট এবং ফুল দিয়ে উৎসাহিত করেন ও ভবিষ্যতে এ ধরনের প্রোগ্রাম বেশি বেশি করার জন্য অনুপ্রেরণা দেন।