গণমাধ্যম সমাজ জীবনের দর্পন -জাকারিয়া…
4 July 2021,
1116891 বার পড়া হয়েছে,
আদিত্ব্য কামাল : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার লইস্কাবিলে ডুবে যাওয়া সেই ট্রলারটি ঘটনার প্রায় ৪২ ঘণ্টারও বেশি সময় পর রবিবার উদ্ধার করা হয়েছে।
বিআইডব্লিউটিএ ও ফায়ার সার্ভিসের যৌথ চেষ্টায় রোববার বেলা ১১টার দিকে ট্রলারটিকে পানির নিচ থেকে উদ্ধার করে তীরে আনা হয়। তবে ট্রলারের ভেতরে আর কোন লাশ পাওয়া যায়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
শুক্রবার বিকেলে ট্রলারডুবির ঘটনায় মোট ২২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১১ জন নারী ও ৯ জন শিশু। স্বজনদের কাছে লাশ বুঝিয়ে দেওয়া হয়েছে।
এই ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপ-সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম জানান, বিআইডব্লিউটিএ ও ফায়ার সার্ভিসের কর্মীরা যৌথভাবে ডুবে যাওয়ার ট্রলারটিকে উদ্ধার করে। ট্রলারের ভেতরে কোন মরদেহ পাওয়া যায়নি।