ব্রাহ্মণবাড়িয়ায় ৬ মাসের সাজা থেকে বাঁচতে ৯ বছর পলাতক, অবশেষে গ্রেফতার 

ব্রাহ্মণবাড়িয়া, 7 October 2023, 106 বার পড়া হয়েছে,
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় মাদক মামলা ৬ মাসের কারাদণ্ড প্রাপ্ত হারুনুর রশিদ (৩৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (০৬ অক্টোবর) বিকেলে তাকে আদালতে প্রেরণ করা হলে তাকে সেখান থেকে জেলহাজতে পাঠায়। গ্রেফতারকৃত হারুন জেলা শহরের শেরপুরের মৃত কুদ্দুস মিয়া মেম্বারের ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, হারুনুর রশিদ বিরুদ্ধে থানায় একটি ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতারের মামলা ছিল। সেই মামলায় তার বিরুদ্ধে ২০১৪ সালে বিজ্ঞ আদালত ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানার অথবা এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের রায় প্রদান করেন। রায়ের পর দীর্ঘ ৯ বছর হারুন পলাতক ছিল। পরে তাকে বৃহস্পতিবার রাতে শেরপুর থেকে গ্রেফতার করা হয়। পরদিন শুক্রবার বিকেলে তাকে আদালতে প্রেরণ করা হয়।

আকন্ঞ্জি/একে