ব্রাহ্মণবাড়িয়ায় নব নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ

ব্রাহ্মণবাড়িয়া, 1 December 2022, 99 বার পড়া হয়েছে,

ডেস্ক রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও আল মামুন সরকার আনুষ্ঠানিক ভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুরে তিনি জেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ শেষে জেলা পরিষদের সকল সদস্যবৃন্দদের সাথে নিয়ে প্রথম মাসিক সভা করেন। এ সময় সভাপতির বক্তব্যে তিনি জেলার সার্বিক উন্নয়ন কর্মকান্ডকে ত্বরান্বিত করতে সকলের সহযোগিতা কামনা করেন। পরে দায়িত্ব গ্রহণ উপলক্ষে জেলা পরিষদের হলরুমে নাগরিক প্রতিনিধিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় আল-মামুন সরকার, জেলা পরিষদের অবকাঠামোগত উন্নয়ন, বিভিন্ন অনুদান প্রদান, সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তর আলোচনা করেন এবং জেলার নাগরিক সেবার মান উন্নয়নে জেলা পরিষদ আন্তরিকতার সাথে কাজ করে যাবে বলে অঙ্গীকার ব্যক্ত করেন।

পরে তিনি সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে জানান, চলতি অর্থবছরে জেলার ৯টি উপজেলার উন্নয়নের জন্য জেলা পরিষদ থেকে প্রায় সাড়ে ১২ কোটি টাকার নতুন করে বরাদ্দ দেয়া হয়েছে। যাতে জেলার রাস্তাঘাটসহ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড সাধিত হবে। দায়িত্বভার অনুষ্ঠানে পৌর মেয়র মিসেস নায়ার কবির, সদর উপজেলা চেয়ারম্যান ফিরোজুর রহমান ওলিওসহ জেলা পরিষদের কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।