ব্রাহ্মণবাড়িয়া বানিজ্য মেলায় ১৫টাকার পানির বোতল ২০টাকা, জরিমানা আদায়

ব্রাহ্মণবাড়িয়া, 29 December 2021, 346 বার পড়া হয়েছে,

ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে মাসব্যাপী বানিজ্য মেলা। এই বানিজ্য মেলার আয়োজন করা হয়েছে জেলা শহরের কাউতুলী অবস্থিত নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামের আউটারে। গত ২৩ ডিসেম্বর মেলা উদ্বোধনের পর থেকে অতিরিক্ত দাম ও দুর্ব্যবহারের অভিযোগ উঠে। আজ বুধবার এসব অভিযোগের ভিত্তিতে বানিজ্য মেলায় অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বিকেলে ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান জানান, সকাল এক ভোক্তা আমাদের কাছে অভিযোগ করেন বানিজ্য মেলায় পানির দাম গায়ে লেখা মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্য আদায় করা হচ্ছে। এই অভিযোগের ভিত্তিতে বানিজ্য মেলায় অভিযান চালিয়ে এর সত্যতা পাওয়া যায়। তারা ১৫টাকার পানির বোতল ২০টা করে রাখছেন। তাই দুইটি দোকানকে জরিমানা করা হয়। এরমধ্যে ঢাকা দই ফুচকা নামের একটি দোকানকে ২ হাজার টাকা ও ক্রাউন ক্যাফে নামের একটি দোকানকে ৫০০টাকা জরিমানা করা হয়।

তিনি আরও জানান, প্রথমবারের মতো তাদেরকে জরিমানা আদায় করে সতর্ক করে দেওয়া হয়েছে। পরবর্তীতে এমন কিছু করলে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। – সরোদ