সরাইল-নবীনগরে নির্বাচনী এলাকা থেকে অর্ধশতাধিক দেশীয় অস্ত্র উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া, 20 November 2021, 413 বার পড়া হয়েছে,

আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ও নবীনগর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচন উপলক্ষে বিশেষ অভিযান চালিয়ে অর্ধশতাধিক দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (১৮ নভেম্বর) ওই দুই উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। বৃহস্পতিবার রাতে জেলা পুলিশের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে। তবে অস্ত্র উদ্ধারের ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বৃহস্পতিবার বিশেষ অভিযান চালায় পুলিশ। অভিযানে নবীনগর উপজোলার নবীনগর পশ্চিম ইউনিয়ন থেকে ৪টি টেঁটা ও ১টি তিনকাইটা, রসুল্লাবাদ ইউনিয়ন থেকে ৫টি টেঁটা এবং সলিমগঞ্জ ইউনিয়ন থেকে ২টি টেঁটা উদ্ধার করা হয়।

সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৪৫টি বল্লম, ২টি রামদা ও ৪টি টেঁটা উদ্ধার করা হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। (সরোদ)