
মুখলেছুর রহমান অভি, সৌদি আরব প্রতিনিধি : সৌদি আরবে ঈদ শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেছেন সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ গোলাম হাসনাইন সোহান এবং সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপির ডাইনামিক বিপ্লবী সাধারণ সম্পাদক এডভোকেট মীম সিদ্দিকুর রহমান ইমরান। গতকাল রাতে দাম্মামস্থ স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে ঈদ শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেন আল জুবাইল প্রাদেশিক বিএনপির নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন আল জুবাইল প্রাদেশিক বিএনপির সাবেক সফল সভাপতি ও সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপির সহ সভাপতি শেখ আব্দুল মান্নান, সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপির উপদেষ্টা ও আল জুবাইল প্রাদেশিক বিএনপির উপদেষ্টা ফরিদ আহমেদ, আল জুবাইল প্রাদেশিক বিএনপির সভাপতি হেলাল উদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক কাজী নাজমুল, সহ সভাপতি সাইদুল ইসলাম এলাহী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাজিবুল ইসলাম রাজিব, যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন খান প্রমুখ।
সাক্ষাতকালে সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মীম সিদ্দিকুর রহমান ইমরান দলীয় নেতাকর্মীদের ইস্পাত কঠিন ঐক্য বদ্ধ ভাবে ভোট ডাকাত সরকারের বিরুদ্ধে যার যার অবস্থান থেকে কাজ করার আহবান জানান। তিনি আরও বলেন নজিরবিহীন বিদ্যুতের লোডশেডিং ও সীমাহীন দ্রব্য মূল্যে উর্ধগতি রোধে দেশ বিদেশ জনমত এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র মেরামতের ১০ দফা বাস্তবায়নে ভূমিকা রাখার আহবান জানান।পরে নৈশভোজে অংশ গ্রহণ করেন আমন্ত্রিত সবাই।