প্রভাষক আলাউদ্দিন ভূইয়া,কসবা প্রতিনিধি : শনিবার সকাল ১০ ঘটিকায় নাঈমা আলম মহিলা ডিগ্রী কলেজে জমজমাট অনুষ্ঠান ও দোয়া মোনাজাতের মাধ্যমে কসবা উপজেলার বাদৈর ইউনিয়ন শিক্ষক পরিবার সংগঠনের নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি নাইমা আলম মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ বাছির মিয়ার সভাপতিত্বে সভায় বাদৈর ইউনিয়ন শিক্ষক পরিবারের প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও বিশ্ববিদ্যালয়সহ সকল শ্রেণীর শিক্ষকগণকে নিয়ে অনুষ্ঠিত হয়।
সংগঠনটি অত্র উপজেলার শিক্ষার্থী ও শিক্ষার মানোন্নয়নের জন্য এবং অসুস্থ ও অসহায় শিক্ষকের পাশে সবসময় হাত বাড়ান। এছাড়াও সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণের জন্য কাজ করে থাকে।
আজ শনিবার নবগঠিত কমিটির প্রথম সভায় উপস্থিত ছিলেন, সাবেক সফল সভাপতি অধ্যক্ষ মোঃ হুমায়ুন কবির, সিনিয়র সহ-সভাপতি সিনিয়র প্রভাষক ফোরকান আহম্মদ, সহ- সভাপতি প্রভাষক আলাউদ্দিন ভূইয়া। তাছাড়াও সহ- সভপতিসহ নবগঠিত কমিটির সকল ব্যক্তিবর্গ ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন। নবগঠিত কমিটির সুযোগ্য সাধারণ সম্পাদক ব্রাহ্মণবাড়িয়া সরকারী মডেল হাইস্কুলের সিনিয়র শিক্ষক মোহাম্মদ গিয়াসউদ্দিন মৃধার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। তন্মধ্যে উপদেষ্টা কমিটি গঠন, বৃত্তি পরীক্ষার কমিটি গঠন, সংগঠনটির তহবিল সংগ্রহ, শিক্ষা সফর ইত্যাদি বিষয় অন্যতম।
সভার শেষান্ত দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, কসবা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ খাইরুল ইসলাম। মোনাজাতে শহীদ বুদ্ধিজীবী এবং প্রয়াত শিক্ষক, শিক্ষিকাদের আত্নার মাগফিরাত কামনা করে বিশেষভাব দোয়া করা হয়।
উপস্থিত ব্যক্তিবর্গের মধ্যাহ্ন ভোজ ও মিষ্টিমুখ করানো ও সকলের কল্যাণ কামনা করে সুযোগ্য সভাপতি সভার সমাপ্তি ঘোষনা করেন।