অনন্যা বনিক এর কবিতা -‘আমার বাংলাদেশ’

সাহিত্য, 19 March 2024, 196 বার পড়া হয়েছে,
বাংলাদেশে জন্ম আমার
বাংলাদেশে বাড়ি,
বাংলাদেশের বাংলা ভাষায়
কথা বলতে পারি।
বাংলাদেশের মাঠে ঘাটে
ঘুরে আমি বেড়াই,
নদীমাতৃক এ দেশের রূপে
মনটা আমার জুড়ায়।
নানান ধর্ম নানান বর্ণ
নানান রকম জাতি,
মিলেমিশে বাংলার ঘরে
জ্বালাই মোরা বাতি।
সবুজ শ্যামল বাংলার গাছে
ফোটে নানান ফুল,
এত সুন্দর বাংলার রূপের
পাই না তো কোনো কূল ।
ষড়ঋতুর দেশের আমি
দেখি নানান ছবি,
এসব নিয়ে লিখে লিখে
হবো আমি কবি ।