আখাউড়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক

ব্রাহ্মণবাড়িয়া, 29 October 2022, 86 বার পড়া হয়েছে,
নিউজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৫৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রুবেল (২৮) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আটক রুবেল উপজেলার উত্তর ওই ইউনিয়নের আজমপুর গ্রামের মৃত জামাল মিয়ার ছেলে।

শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে উপজেলার উত্তর ইউনিয়নের আজমপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৫৬০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ ওসি আসাদুল ইসলাম আটক হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।