সরাইলের পানিশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া, 23 May 2022, 246 বার পড়া হয়েছে,

মো. রুবেল মিয়া : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ মে) বিকালে সরাইল উপজেলার ৫নং পানিশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে
পানিশ্বর সামছুল আলম উচ্চ বিদ্যালয়ের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

পানিশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দ্বীন ইসলামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ আমজাদ হোসেনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা সংরক্ষিত আসনের এমপি উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলী আজাদ) জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুজিবুর রহমান বাবুল, সাংগঠনিক সম্পাদক এড. মাহবুবুল আলম খোকন ও সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান রতন। উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক এড.নাজমুল হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এড. আব্দুর রাশেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভানেত্রী রোকেয়া বেগম, উপজেলা আওয়ামী লীগের সদস্য এড. জয়নাল উদ্দিন, দীলিপ বণিক, রতন বক্স।
এছাড়াও সভায় ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।