ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ১১টি ও আশুগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়নে ২০২২ সালের জানুয়ারির ৫তারিখ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ শনিবার বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে তফসিল ঘোষণা করেছে।
নির্বাচন কমিশনের সচিব হুমায়ুন কবীর জানান, তফসিল অনুযায়ী, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে ৭ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। আর মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ৯ ডিসেম্বর। আপিল ১০ থেকে ১২ ডিসেম্বর, নিষ্পত্তি ১৩ ও ১৪ ডিসেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহার ১৫ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৭ ডিসেম্বর আর নির্বাচন অনুষ্ঠিত হবে ৫ জানুয়ারি।
নির্বাচন হতে যাওয়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ইউনিয়ন গুলো হলো: বাসুদেব ইউনিয়ন, মাছিহাতা ইউনিয়ন, সুলতানপুর ইউনিয়ন, রামরাইল ইউনিয়ন, সাদেকপুর ইউনিয়ন, নাটাই (উত্তর)ইউনিয়ন, নাটাই (দক্ষিণ)ইউনিয়ন, সুহিলপুর ইউনিয়ন, মজলিশপুর ইউনিয়ন, বুধল ইউনিয়ন, তালশহর(পূর্ব)।
এরমধ্যে বাসুদেব ইউনিয়নে ইভিএম-এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচন হতে যাওয়া আশুগঞ্জ উপজেলার ইউনিয়ন গুলো হলো: চরচারতলা ইউনিয়ন, দূর্গাপুর ইউনিয়ন, আড়াইসিধা ইউনিয়ন, তালশহর ইউনিয়ন, তারুয়া ইউনিয়ন, শরিফপুর ইউনিয়ন, লালপুর ইউনিয়ন।