ব্রাহ্মণবাড়িয়ার এক আসনেই লড়ছেন প্রয়াত ২ এমপির ছেলে 

ব্রাহ্মণবাড়িয়া, 2 December 2023, 97 বার পড়া হয়েছে,
মোঃ নিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া- ২(সরাইল-আশুগঞ্জ)আসনে সংসদ সদস্য হওয়ার জন্য ভোটযুদ্ধে নেমেছেন প্রয়াত সাবেক দুই এমপির ছেলে।
তাঁরা হলেন এ আসনের  প্রয়াত সাবেক এমপি  মাওলানা ফজলুল হক আমিনের ছেলে, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী ও আলোচিত সংসদ সদস্য  প্রয়াত উকিল আব্দুস সাত্তার ভূইয়া এমপির ছেলে, তৃণমূল বিএনপি’র মো.মাইনুল ইসলাম তুষার তারা স্ব-স্ব মনোনয়ন দাখিল করেছেন।
ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল- আশুগঞ্জ ) আসনের  প্রয়াত দুই জনই ধানের ছড়া প্রতীকের এমপি ছিলেন।
 গত বৃহস্পতিবার (৩০ নভেম্বর) মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে মাওলানা আবুল হাসানাত আমিনীর পক্ষে নেতাকর্মীরাও মো. মাইনুল ইসলাম তুষার  দুপুরে নির্বাহী অফিসারের কার্যালয় উপস্থিত থেকে। সরাইল  উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সরওয়ার উদ্দীনের  কাছে মনোনয়নপত্র জমা দেন।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে সংসদ সদস্য পদে নির্বাচনে অংশ নিতে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানা যায়।