মেঘনার কন্যা তিতাস

সাহিত্য, 26 November 2021, 575 বার পড়া হয়েছে,
মেঘনার কন্যা তিতাস
-এস. এম. শাহনূর
লক্ষ্য উদ্দেশ্য যদি থাকে পরোপকারে
তার চলার পথ বল কে রোধিতে পারে?
মুখে দিয়েছে ছাই,বুকে ফেলেছে কাঁটা
পথে বেঁধেছে বাঁধ বধিতে জোয়ার ভাটা।
হাওড়া,সাঈদ্রা কত নামে করিছে প্রকাশ
আমি যৌনবতী মেঘনার কন্যা তিতাস।আমার ঘোলা জলে দু’ধারে সোনা ফলে
মাছ শিকারে মালোপাড়ার সংসার চলে।
নাপাকী হয় পাক, ভেসে বেড়ায় হংস ঝাঁক
মাঝি চলে পাল তুলে,আরো কত হাঁকডাক।
জলসীমানার অতন্দ্র প্রহরী বানৌজা তিতাস
অদ্বৈত,আল মাহমুদ গল্প কবিতা উপন্যাস।

নিজে পুড়ি,পোড়াইনা কারো সুন্দর মন
মিটাই শিল্প,পরিবহন,রান্নার প্রয়োজন।
কমিউটার হয়ে ক্লান্তিহীন চলি ঢাকার পথে
জ্ঞানী-মুর্খ,হকার-ভবঘুরে পাড়ি দেয় এ রথে।
কুমিল্লায় এক উপজেলার নামেও করি বাস
আমি এক গৌরবিণী ব্রাহ্মণবাড়িয়ার তিতাস।