জাকারিয়া জাকির : বঙ্গবন্ধু-বাংলাদেশ, মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িকতা ও উন্নয়ন এর আদর্শকে ধারণ করে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। এখন থেকে সংগঠনটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম অধিদপ্তরের নিবন্ধিত সংগঠন হিসেবে বিবেচিত হবে। গত ৮ নভেম্বর মৌলভীবাজারের বিভাগীয় শ্রম অধিদপ্তর সংগঠনটিকে রেজিস্ট্রেশনের আওতায় আনে। রেজিস্ট্রেশন নং- ০৩১।
গত মঙ্গলবার সকালে বিভাগীয় শ্রম অধিদপ্তরের কার্যালয়ে সংগঠনটির নেতৃবৃন্দের হাতে রেজিস্ট্রেশনের কাগজপত্র বুঝিয়ে দেয়া হয়। এসময় সংগঠনের গঠনতন্ত্র সংগঠন পরিচালনার জন্য বিভাগীয় কার্যালয় থেকে বিভিন্ন ধরনের নির্দেশনা দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক দীপক চৌধুরী বাপ্পী, মো. মনির হোসেন, বিশ্বজিৎ পাল বাবু, ফরহাদুল ইসলাম পারভেজ শতভাগ গঠনতন্ত্র মোতাবেক সংগঠন কার্যক্রম পরিচালনার আশ্বাস দেন। এদিকে এক বিবৃতিতে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দকে রেজিস্ট্রেশন প্রাপ্তিতে ব্রাহ্মণবাড়িয়ার গণ মানুষের নেতা যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি সংগঠনটির সার্বিক সহযোগীয়তার জন্য কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।