নবীগরে দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ মাদককারবারি গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া, 21 April 2022, 196 বার পড়া হয়েছে,

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ আব্দুল মন্নাফ ওরফে মনেক (৫০) নামে এক মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তারেক (২২) নামে তার এক সহযোগীকেও আটক করা হয়।

মঙ্গলবার উপজেলার নুরজাহানপুর গ্রামে বিশেষ অভিযানে মনেকের নিজ বাড়ি থেকে মাদক ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়।

নবীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরে আলম জানান, মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে মাদক ও অস্ত্র উদ্ধার অভিযানে ২০০ পিস ইয়াবা বড়ি এবং দেশীয় অস্ত্রসহ মনেককে তার এক সহযোগীসহ গ্রেফতার করা হয়েছে।

নবীনগর থানার ওসি আমিনুর রশিদ জানান, মনেকের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করে বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।