
রূপম ধর,ব্রাহ্মণবাড়িয়া : মানবতার সেবাকে মূল উদ্দেশ্য হিসেবে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা রেড ক্রিসেন্ট ইউনিট নতুন উদ্দীপনায় পথচলা শুরু করছে। এই অভিযাত্রায় নেতৃত্বের হাল তুলে নিলেন জেলার নতুন যুব প্রধান ফাহিম মুনতাসির।
বুধবার (১৮ জুন) বিকেল ৩টা ৩০ মিনিটে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কার্যকরী পরিষদের সভায় সর্বসম্মত সিদ্ধান্তে তাঁকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান মোহাম্মদ দিদারুল আলম।
সভায় আরও উপস্থিত ছিলেন জেলা ইউনিটের ভাইস-চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান শাহিন, সেক্রেটারি মোঃ মিজানুর রহমান, ডা. কাজী শান্তনু সায়হাম অর্ণব, মোশাররফ হোসেন বেলাল, আশরাফুল ইসলাম বাবু, মোঃ মাইনুল ইসলাম, মোঃ তানভীর রুবেল, শাহ আলম পালোয়ান, ইউএলও ইমরান হুসেন সহ অন্যান্য সদস্যবৃন্দ।
নতুন দায়িত্বপ্রাপ্ত যুব প্রধান ফাহিম মুনতাসির সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন, যাতে জেলার যুব রেড ক্রিসেন্ট কার্যক্রম আরও গতিশীল ও মানবিক হতে পারে।