ব্রাহ্মণবাড়িয়া জেলা আ’লীগের সা. সম্পাদকের মায়ের ইন্তেকাল

ব্রাহ্মণবাড়িয়া, 5 July 2021, 537 বার পড়া হয়েছে,

জাকারিয়া জাকির: ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকারে মা আনোয়ারা বেগম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৩ বছর।

বার্ধক্যজনিত কারণে সোমবার (৫ জুলাই) দুপুর ২টার দিকে জেলা শহরের ফুলববাড়িয়া এলাকার নিজ বাড়িতে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি চার ছেলে, চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জেলা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকারে বাংলানিউজকে বলেন, মঙ্গলবার (৬ জুলাই) সকাল ১০টার দিকে মায়ের জানাজা শেষে শেরপুর কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।

এদিকে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এক বিবৃতিতে মরহুমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।