ঈদকে সামনে রেখে জনস্বার্থে পদক্ষেপ গ্রহণ করেছে খাটিহাতা হাইওয়ে থানা পুলিশ

ব্রাহ্মণবাড়িয়া, 6 July 2022, 132 বার পড়া হয়েছে,

মোঃ রুবেল মিয়াঃ সড়কে অতিরিক্ত গাড়ির চাপেও যান চলাচল স্বাভাবিক রাখা, সড়কের শৃঙ্খলা বজায় রাখা ও কোরবানির পশুবাহী যান নির্বিঘ্নে চলাচল ও পশু ব্যবসায়ীদের টাকা-পয়সা নিরাপদে লেনদেনের স্বার্থে বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে খাটিহাতা হাইওয়ে থানা পুলিশ। বুধবার সকাল থেকে এ কার্যক্রম শুরু হয়েছে।

আজ বুধবার (৬জুলাই) রাত ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন খাটিহাতা হাইওয়ে থানার ওসি সুখেন্দ বসু।
তিনি বলেন, অতিরিক্ত প্রায় ৬০জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে হাইওয়ে থানার পক্ষ থেকে।

কাউন্টারগুলোতে যেন অতিরিক্ত ভাড়া না নেওয়া হয় সে লক্ষ্যে কাউন্টারগুলোর স্পটে পুলিশের নজরদারির ব্যবস্থা করা হয়েছে। গরুর গাড়িগুলো যেন নির্বিঘ্নে চলাচল করতে পারে, কেউ যেন গরুর গাড়িকে সিগন্যাল না দিতে পারে সেলক্ষ্যে প্রতি পয়েন্টে পয়েন্টে পুলিশ সতর্কাবস্থায় থাকবে।

তিনি আরও বলেন, বুধবার (৬ জুলাই) থেকে শুরু হয়ে ঈদের পরেও সড়কে এ বিশেষ সেবা প্রদান করবে খাটিহাতা হাইওয়ে থানা পুলিশ। বিভিন্ন পয়েন্টে নিয়মিত টহল টিমের বাইরেও অতিরিক্ত মোটরসাইকেল টিমের ব্যবস্থা করা হয়েছে।

৯৯৯-এ ফোন করলেই আমাদের যেকোনো সেবা গ্রহণ করতে পারবে যে কেউ। ঘরমুখো যাত্রীদের বাড়ি ফেরা নির্বিঘ্ন করতে এই বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।।