সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিছ ঠাকুর, সম্পাদক তপু ও সাংগঠনিক দুলাল

ব্রাহ্মণবাড়িয়া, 23 April 2022, 265 বার পড়া হয়েছে,

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা শাখার দ্বি–বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সরাইল উপজেলা শাখার সভাপতি পদে আনিছুল ইসলাম ঠাকুর, সাধারণ সম্পাদক পদে এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু ও সাংগঠনিক সম্পাদক পদে দুলাল মাহমুদ আলী নির্বাচিত হয়েছেন।

আজ শনিবার (২৩ এপ্রিল) উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে বিএনপির এ দ্বি–বার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়।একই পদে অন্য কোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা বিএনপির গুরুত্বপূর্ণ ৩ পদে নির্বাচিত হয়েছেন তারা।

অনুষ্ঠিত দ্বি–বার্ষিক সম্মেলনে সরাইল উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি আনিছুল ইসলাম ঠাকুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী দল বিএনপির কুমিল্লা বিভাগীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাক মিয়া। প্রধান বক্তা ছিলেন কুমিল্লা বিভাগীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মোঃ সায়েদুল হক সাঈদ।

অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক জিল্লুর রহমান। এছাড়াও সরাইল উপজেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর তপুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মোঃ শামীম, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য মোঃ হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা বিএনপির সদস্য জহিরুল হক খোকন, জেলা বিএনপির সদস্য সিরাজুল ইসলাম সিরাজ প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলওয়াত অনুষ্ঠিত হয়। পরে সরাইল উপজেলার ৯ টি ইউনিয়নের বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবদের ও উপজেলার নেতৃবৃন্দকে উপস্থিতিতে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করেন আগত অতিথিবৃন্দরা।

অতিথিদের বক্তব্য প্রদানের পরে সরাইল উপজেলা বিএনপির দ্বি–বার্ষিক সম্মেলনের দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশনাদের পক্ষে কমিটির ঘোষণা দেন দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশনাদের একজন এডভোকেট আব্দুর রহিম গোলাপ।

তবে ৩ সদস্য বিশিষ্ট এ আংশিক কমিটি আপাতত ঘোষণা করা হলেও সভাপতি, সাধারণ সম্পাদক, ও সাংগঠনিক সম্পাদক ব্যতীত অন্যান্য পদে পরবর্তীতে ত্যাগীদের মূল্যায়ন করে পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হবে বলে জানিয়েছে অনুষ্ঠানের প্রধান অতিথি।

সরাইল উপজেলা বিএনপির দ্বি–বার্ষিক এ সম্মেলনে সরাইল উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গসংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার হিসাবে খাবার বিতরণ করে সরাইল উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।