ভাতুরিয়া ৯ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ঈদ পূর্নমিলনী ও কর্মী সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া, 10 April 2025, 27 বার পড়া হয়েছে,
শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের অন্তর্গত কবি সূফী জুলফিকার হায়দারের জন্মভিটাখ্যাত ভাতুরিয়া গ্রামে ভাতুরিয়া ৯ নং ওয়ার্ড বিএনপি ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুর ১২ টায় ভাতুরিয়া প্রাইমারি স্কুল মাঠ প্রাঙ্গনে এ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ও কর্মী সভাটি অনুষ্ঠিত হয়। জেলা যুবদলের সদস্য ও বিটঘর ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মোঃ রাসেল সরকার ও কবি- কন্ঠশিল্পী মিডিয়া ব্যাক্তিত্ব শাহাদাত হোসেন সোহেলের উপস্হাপনায়, ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের সহ- স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ রহমত উল্লাহ এর পৃষ্ঠপোষকতায় এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা সেচ্ছাসেবক দলের সহ- সাংগঠনিক সম্পাদক ও বিটঘর ইউনিয়ন যুবদলের সহ- সভাপতি হাজী সালেহ আহমেদের সার্বিক ব্যাবস্থাপনায় ও সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, ( ব্রাহ্মণবাড়িয়া -৫ ) সংসদীয় আসনে গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (নবীনগর-৫) আসন থেকে  সম্ভাব্য ধানের শিষের কান্ডারী কাজী নাজমুল হাসান তাপস। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, নবীনগর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও নবীনগর উপজেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার সফিকুল ইসলাম। নবীনগর উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক -১ এডভোকেট আনিসুর রহমান মঞ্জু, নবীনগর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও নবীনগর পৌরসভার সাবেক মেয়র মাঈন উদ্দিন মাইনু, নবীনগর পৌর বিএনপির সাবেক সভাপতি ও নবীনগর পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আবু সাঈদ, নবীনগর পৌর বিএনপির সাবেক  সাধারন সম্পাদক হাজী সাহাবুদ্দিন, নবীনগর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম, নবীনগর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মফিজুর রহমান মুকুল, নবীনগর উপজেলা যুবদলের আহ্বায়ক এমদাদুল বারী,নবীনগর পৌর যুবদলের আহ্বায়ক মোঃ আলী আজম,ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া যুবদলের সদস্য এডঃ বোরহান উদ্দিন,কাইতলা আলীম উদ্দিন জোবেদা কলেজের সহকারী অধ্যাপক মোঃ শামীম ভূইয়া, জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক মোঃ মজিবুর রহমান,নবীনগর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক হযরত আলী,নবীনগর পৌর ছাত্রদলের সাবেক সভাপতি আশরাফ হোসেন রুবেল,বিটঘর ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ ফারুক মুন্সী,নবীনগর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আপেল মাহমুদ,নবীনগর উপজেলা মৎস্যজীবী দলের আহবায়ক ইব্রাহিম খলিল ইমনসহ প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি কাজী নাজমুল হাসান তাপস তার বক্তব্যে,প্রথমে এত সুন্দর আয়োজন করে ভাতুরিয়ার মাটিতে তাকে আমন্ত্রিত করায় এবং ভাতুরিয়া গ্রামে অনেকদিন পর আসতে পারায় অনুষ্ঠানের  আয়োজকসহ পুরো গ্রামবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এরপর তিনি আওয়ামী লীগের দুঃশাসনের প্রতি ইঙ্গিত করে তার বক্তব্যে  বলেন, গুম,খুন, জুলুম,নির্যাতন এক নায়কতন্ত্র এইসব কখনও ভালো ফল বয়ে আনতে পারেনা এটার প্রমান আপনারা এবং আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি। আপনারা আমার বাবাকে চার চার বার আপনাদের মহা মূল্যবান ভোট দিয়ে আপনাদের প্রতিনিধিত্ব করার সুযোগ দিয়েছিলেন। আমিও তার সন্তান হিসেবে ভবিষ্যতে আপনাদের পাশে থেকে সুখে-দুঃখে আপনাদের জন্য কাজ করতে চাই। তিনি এ ব্যপারে সকলের সহযোগীতা ও দোয়া চান। অনুষ্ঠানের সার্বিক ব্যাবস্থাপক ও সভাপতি হাজী সালেহ আহমেদ তার বক্তব্যে বলেন,আপনারা প্রচন্ড গরম উপেক্ষা করে এই অনুষ্ঠানে যোগ দিয়ে আমাদের সবাইকে ধন্য করেছেন। তিনি উপস্হিত সবাইকে আগামী দিনে দেশ ও সমগ্র  নবীনগরের উন্নয়নে কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য কাজী নাজমুল হাসান তাপসের হাতকে শক্তিশালী করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
 অনুষ্ঠানে গ্রামবাসী সুশীল সমাজ ছাড়াও  বিএনপির মূল দল, ছাত্রদল, যুবদল ও শ্রমিক দলের উপজেলা, ইউনিয়ন ও ভাতুরিয়া ৯নং ওয়ার্ড বিএনপির  বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্হিত ছিলেন।