নাহিদকে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চেয়ে দোয়া করেছেন দলটির নেতাকর্মীরা

ব্রাহ্মণবাড়িয়া, 12 March 2025, 21 বার পড়া হয়েছে,
মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চেয়ে দোয়া করেছেন দলটির নেতাকর্মীরা। বুধবার (১২ মার্চ) ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জাতীয় নাগরিক পার্টি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে এ আশাবাদ ব্যক্ত করা হয়।
জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণ এবং আহত ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে স্থানীয় একটি রেস্টুরেন্টে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে অংশগ্রহণকারীরা প্রধান উপদেষ্টার প্রেসসচিবের কথার সূত্র ধরে বলেন, ‘তার কথায় স্পষ্ট ইঙ্গিত ছিল।
তিনি বলেন, নাহিদ ইসলাম দেশের প্রধানমন্ত্রী হবেন। আমরাও দেখতে পাচ্ছি, আগামীতে নাগরিক পার্টি সব জায়গায় নেতৃত্ব দেবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. আজিজুর রহমান লিটন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নাগরিক পার্টির নেতা মো. আতাউল্লাহ, জামায়াত আমির মো. ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক মো. বোরহান উদ্দিন, প্রকৌশলী আমিনুল হক চৌধুরী, জিহান মাহমুদ, মো. জামসিদ, মো. রুবায়েদ প্রমুখ।