মোঃ নিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ভারি বর্ষন ও ভারতের পাহাড়ি ঢলে সীমান্তবর্তী ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার নিম্নাঞ্চলের বন্যায় ক্ষতিগ্রস্থ কসবা উত্তর, দক্ষিণ, বায়েক, নয়নপুর, শালদা নদী, খাদলা, মাদলা, গৌরাঙ্গুলা, পুটিয়া সহ আশ পাশের যে সকল এলাকা গুলো পানিবন্দি রয়েছে তাদের মাঝে ৫ শতাধিক পরিবারের ত্রাণ সামগ্রী বিতরণ করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি।গতকাল শনিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বন্যায় ক্ষতিগ্রস্থ এলাকাবাসীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ব্রাহ্মণবাড়িয়া-৩ সদর- বিজয় নগর ও কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিঃ খালেদ হোসেন মাহবুব শ্যামল এর নিদের্শনায় একটি প্রতিনিধি দল ।এসময় উপস্থিত ছিলেন ফয়েজ আহমেদ, জিয়া, নুর হোসেন, সজীব, কিশোর, জাকির সহ আরো অনেকেই। এ সময় এসময় জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয় ,আমরা দেশের যেকোন দূর্যোগে অসহায় মানুষদের জন্য কাজ করার জন্য প্রস্তুত আছি। এ সময় খাদ্য সামগ্রীর মধ্যে চাল ,ডাল চিড়া কলা গুঁড় ও শুকনো খাবার দেয়া হয়।