বাকী জীবন আপনাদের সেবা করে যেতে চাই -মেজর রফিকুল ইসলাম বীর উত্তম এমপি 

সারাদেশ, 19 March 2023, 111 বার পড়া হয়েছে,
মোঃ রুহুল আমিন, বিশেষ প্রতিনিধিঃ “আমি বাকী জীবন আপনাদের সেবা করে যেতে চাই” চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সূচিপাড়া উত্তর ইউনিয়নের সূচিপাড়া গ্রামের ভূইয়া বাড়িতে শনিবার (১৮ মার্চ) বেলা ১১ টায় ইউনিয়ন এলাকার সাধারণ ভোটার ও  মানুষের সাথে উঠান বৈঠকে বক্তব্য দিতে গিয়ে চাঁদপুর (শাহরাস্তি-হাজীগঞ্জ)-৫ আসনের মাননীয় সাংসদ মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম একথা বলেন।
তিনি বলেন, আমার আর চাওয়া-পাওয়ার কিছু নেই, “আমি বাকী জীবন আপনাদের সেবা করে যেতে চাই”। আমরা মুক্তিযুদ্ধ করেছি দেশকে শত্রু মুক্ত করতে। আমার মা-বাবা, ছোট ভাই-বোন ও পাড়া প্রতিবেশি ও দেশের মাবুষ যেন ভালো থাকে, ভালো থাকতে পারে। আমরা হানাদার বাহিনীকে পরাজিত করে দেশ স্বাধীন করেছি, আর দেশের সেই স্বাধীনতা আপনারা ভোগ করছেন। তিনি আরও বলেন, আমাকে আপনারা ভোট দিয়ে সংসদে পাঠিয়েছেন যেন আপনাদের কথা বলি। আমি আপনাদের সমর্থন ও ভোট পেয়ে সংসদে গিয়ে আপনাদের কথা বলেছি। শাহরাস্তি-হাজীগঞ্জ উপজেলার স্কুল, কলেজ, মাদ্রাসা, রাস্তা-ঘাটের ব্যাপক উন্নয়ন করেছি। আরও বাকি যে কাজগুলো আছে তাও করে দিয়ে যেতে চাই। আমি চাই স্বাধীন দেশের মানুষ হিসেবে আপনারা খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য সহ সকল মৌলিক অধিকারগুলো আপনাদের জন্য নিশ্চিত করতে। তাই আশা করি, এবছর ডিসেেম্বর মাসে অনুষ্ঠিতব্য দ্বাদশ নির্বাচনে আপনারা আমাকে আবারও ভোট দিয়ে সংসদে যাবার সুযোগ তৈরি করে দিবেন। যেন  আমি সংসদে গিয়ে আপনাদের কথা বলতে পারি।
পবিত্র কোরআন তেলওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন, সূচিপাড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ হুমায়ুন কবির ভূঁইয়া।
বেলা ১১ টায় শুরু হয়ে বেলা দেড়টা পর্যন্ত এই উঠান বৈঠক চলে। অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালনা করেন, সূচিপাড়া উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হোসেন ও আওয়ামী লীগ নেতা মিলন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, শাহরাস্তি উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেফালী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার,শাহরাস্তি পৌর মেয়র হাজী আবদুল লতিফ, উপজেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক ও সূচিপাড়া উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার, সাবেক ছাত্রলীগের নেতা শাহ আলম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ শহিদ হোসেন  উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ সহ নেতা- কর্মী সহ বিভিন্ন অংশীজনের প্রতিনিধিবৃন্দ।
দিনের ২য় কর্মসূচি হিসেবে বেলা ২ঃ৩০ টায় শাহরাস্তি উপজেলা অডিটোরিয়ামে মাননীয় প্রধানমন্ত্রীর আর্থিক অনুদানের চেক বিতরণ এবং বিকাল ৪ টায় মেহার উত্তর ইউনিয়নের সাধারন মানুষ ও ভোটারদের সাথে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে মিলিত হন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান -১ মোঃ জাকির হোসেন পাটওয়ারী,শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হুমায়ন রশিদ,  শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মোঃ ইলিয়াস মিন্টু, পৌর আওয়ামী লীগের সভাপতি আহসান মঞ্জুরুল আহসান জুয়েল, সাধারণ সম্পাদক মাহবুব আলম চৌধুরী, সাবেক যুবলীগ নেতা ডাঃ শুভাংশু রায়, মেহের উত্তর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি আবদুর রশিদ, সাধারণ সম্পাদক ডাঃ মাহবুব আলম, মেহের দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামছুদ্দীন পাটওয়ারী(টুলিপ), সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম শাহরাস্তি পৌরসভার ৪ নং ওয়ার্ডের কমিশনার মোঃ সাহাব উদ্দীন (আলম), শাহরাস্তি পৌরসভার ৪ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ হেদায়েত উল্লাহ (হেদু), নূরে আলম প্রমুখ।
উভয় সভায় বিপুল সংখ্যক নেতা-কর্মী সহ বিভিন্ন পর্যায়ে   দলের নেতা-কর্মী ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীবৃম্দ উপস্থিত ছিলেন।