শাহরাস্তিতে মাদ্রাসার শিক্ষার্থী ও এতিমখানার শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ

সারাদেশ, 24 January 2023, 96 বার পড়া হয়েছে,

বিশেষ প্রতিনিধি,চাঁদপুর শাহরাস্তি : চাঁদপুরের শাহরাস্তি উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নে মাদ্রাসার শিক্ষার্থী ও এতিমখানার শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিকাল ৫ থেকে সন্ধ্যা ৭ টায় এই শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শাহরাস্তি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বর্তমান উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান মিন্টু।

এসময় শীতে জুবুথুবু চিতোষী পূর্ব ইউনিয়নস্থ চিতোষী বাজারের জৈনপুরী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা এবং একই ইউনিয়নের কসবা গ্রামের কসবা কাছেমুল উলুম মাদ্রাসার শিক্ষার্থী ও এতিমখানার শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

উক্ত শীতবস্ত্র বিতরণ কালে উপস্থিত ছিলেন, শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, চৌধুরী মোস্তফা কামাল, চিতোষী পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান আনছারী ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন, উভয় মাদ্রাসায় কর্মরত সকল শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ যুবলীগ নেতা সাহাদাত হোসেন সহ ইউনিয়ন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এবং ভ্রাত্রীপ্রতিম অন্যান্য সংগঠনের নেতা-কর্মীবৃন্দ। এসময় চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইস্কান্দার মির্জা (সুমন) উপস্থিত ছিলেন।

বর্ণিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উভয় মাদ্রাসার প্রধানদ্বয় উপস্থিত ছিলেন।