নবীনগরে ৬ টি চোরাই মোটরসাইকেল উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া, 13 October 2025, 61 বার পড়া হয়েছে,
মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে থানা পুলিশ।
১২ অক্টোবর সকাল ৮.৩০ ঘটিকার নবীনগর থানা পুলিশের একটি চৌকস টিম উপজেলায় অভিযান পরিচালনাকালীন উপজেলার ৮ নং বিটঘর ইউনিয়নের ছিনামাছি (উত্তর পাড়া) , গোপন তথ্যের ভিত্তিতে একটি বাড়িতে অভিযান পরিচালনা করে ৬ টি চোরাই মোটর সাইকেল উদ্ধার করে। চোরাই মোটরসাইকেলের সাথে জড়িত অপরাধীরা তাৎক্ষণিক ভাবে পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে ঘটনাস্থল হতে পালিয়ে যায়। বর্তমানে জব্দকৃত মোটরসাইকেলগুলো নবীনগর থানা হেফাজতে আছে।
নবীনগর থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করে জানানো হয়।
গাড়ি সমূহের প্রকৃত মালিকের সঠিক নাম ও ঠিকানা সংগ্রহ প্রক্রিয়াধীন এবং উক্ত বিষয়ে নবীনগর থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে।