শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অপহরণের কয়েক ঘন্টার মধ্যে অপরিত এক কিশোরীকে উদ্ধারসহ এক অপহরণকারীকে গ্রেফতার করেছে আখাউড়া থানা পুলিশ। এ ব্যপারে শুক্রবার (৭ ফেব্রুয়ারী ) পুলিশ ও মিডিয়া উইংসের দেওয়া এক তথ্য মতে জানা যায়,গত বৃহস্পতিবার আখাউড়া উপজেলার নূরপুর গ্রাম থেকে সোনিয়া আক্তার (১৪) নামের এক কিশোরী অপহরণের ঘটনায় আখাউড়া থানায় একটি মামলা হয়। থানায় মামলা হওয়ার কয়েক ঘন্টা পর রাত সাড়ে দশটার দিকে পুলিশ আখাউড়া পৌরশহরে অভিযান চালিয়ে অপহৃত কিশোরীকে গ্রেফতার করে এবং কিশোরী অপহরনে জড়িত অপহরণকারী সামিরুল ইসলাম আরিফ (২০)কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সামিরুল ইসলাম আরিফ উপজেলার কুড়ি পাইকা গ্রামের সেলিম মিয়ার ছেলে। এ ব্যাপারে আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ছমি উদ্দিন জানান,অপহরণে জড়িত আটকৃত আসামিকে বিচারিক কার্যক্রমের জন্য অদ্যই আদালতে সোপর্দ করা হয়েছে।এবং উদ্ধারকৃত কিশোরীকে থানা হেফাজতে আনা হয়েছে।