আশুগঞ্জে মোটরসাইকেল বাঁচাতে গিয়ে উল্টে গেল বাস

ব্রাহ্মণবাড়িয়া, 4 September 2021, 421 বার পড়া হয়েছে,

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে চাতালমাঠে যাত্রীবাহী বাস উল্টে ১২ যাত্রী আহত হয়েছেন। আজ শনিবার (০৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার বগইর বাস-স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার কুট্টাপাড়া হাইওয়ে থানা পুলিশের ওসি মোহাম্মদ শাহজালাল আলম সাংবাদিকদের বলেন, সিলেট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা আল মোবারাকা পরিবহনের যাত্রীবাহী বাসটি আশুগঞ্জ উপজেলার বগইর বাসস্ট্যান্ডে গেলে একটি মোটরসাইকেল অতর্কিতভাবে সামনে এসে যায়।

এসময় বাসটি মোটরসাইকেলটিকে রক্ষা করতে গিয়ে পাশে একটি চাতালকলের মাঠে আছড়ে পড়ে। এতে অন্তত বাসে থাকা ১০/১২ যাত্রী আহত হয়। আশপাশের লোকজন তাৎক্ষাণিকভাবে আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠায়।