গোল্ডেন ম্যান এওয়ার্ড -২০২২’ পাচ্ছেন ব্রাহ্মণবাড়িয়ার ৪ জন শিকড় প্রেমী ব্যক্তি

ব্রাহ্মণবাড়িয়া, 7 April 2022, 795 বার পড়া হয়েছে,

নিজস্ব প্রতিনিধি : এমন জীবন করিবে গঠন মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। জন্মগতভাবে আমরা সবাই মানুষ, কিন্তু নিজ চেষ্টায় বা কারো প্রচেষ্টায় যখন কেউ সমাজে প্রতিষ্ঠিত হয়ে উঁচু জায়গায় পৌঁছে যায়, তখন গ্রাম থেকে উঠে আসা সেই বড় লোকগুলোর শতকরা ৯৯ ভাগ তাদের অতীত বা আত্মীয় বা গ্রামকে ভুলে যায়। তবে এদের মাঝেও কিছু মানুষ আছে যাঁরা ভালো একটি অবস্থানে যাওয়ার পরও নিজ গ্রাম, মানুষ, এলাকা-কে নিয়ে ভাবে, সময় দেয় তাঁদের কে আমরা ” গোল্ডেন ম্যান এওয়ার্ড ” প্রদান করার সিদ্ধান্ত নিয়েছি।” এমনটিই জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলার তরুণ সংগঠক “মুন্সি মেমোরিয়াল ফাউন্ডেশন” এর সভাপতি একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের কর্ণধার মুন্সি সাব্বির আহাম্মদ।

“গোল্ডেন ম্যান এওয়ার্ড -২০২২” প্রাপ্তরা হলেন,
১। ড. সফিকুল ইসলাম।
(কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপসচিব।
গ্রাম: বাদৈর, ইউপি: বাদৈর উপজেলা: কসবা।)

২। মোঃ গোলাম জাকারিয়া,
(অতিরিক্ত জেলা প্রশাসক, ফেণী।
গ্রামঃ কাইতলা, ইউপি: কাইতলা দক্ষিণ । উপজেলা: নবীনগর।)

৩। এস এম শাহনূর
(জাতিসংঘ শান্তি পদক ও বিশ্ববাঙালি সম্মাননা প্রাপ্ত কবি, লেখক ও গবেষক।
গ্রাম: বল্লভপুর, ইউপি: মেহারী, উপজেলা: কসবা।)

৪। মাহবুবুর রহমান নিপু
(কল-কারখানা পরিদর্শক, শ্রম অধিদপ্তর।
গ্রাম: গোয়ালী, ইউপি: কাইতলা দক্ষিণ। উপজেলা: নবীনগর।)

জেলার ১০০ জন উচ্চ পদস্থল ব্যক্তির একটি তালিকা প্রণয়নের পর শুধু শিকড়ের টানে এলাকার মাটি ও মানুষের সাথে নিবিড় সম্পৃক্ততা রয়েছে এমন ৪ জন ব্যক্তিকে “মুন্সি মেমোরিয়াল ফাউন্ডেশন” কর্তৃক “গোল্ডেন ম্যান এওয়ার্ড -২০২২” প্রদানের সিন্ধান গৃহীত হয় বলে জানিয়েছেন উক্ত ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাহমুদ আব্দুল্লাহ বিন মুন্সি। তিনি আরো বলেন, “একটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে উল্লেখিত ৪ জন ব্যক্তিকে সংবর্ধনা ও এওয়ার্ড প্রদান করা হবে। যাতে থাকবে একটি সম্মাননা সনদ, একটি মেডেল ও একটি ক্রেস্ট।” প্রতিবছর এ প্রক্রিয়া অব্যাহত থাকবে বলেও আমাদের নিজস্ব প্রতিনিধিকে জানিয়েছেন তিনি।