কসবায় ৪৮.৬৪ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার 

ব্রাহ্মণবাড়িয়া, 13 January 2026, 55 বার পড়া হয়েছে,

মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : র‌্যাব-৯ এর অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থেকে ৪৮.৬৪ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা করেছে।

র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মুন্সি বাজার অবস্থানকালে গত ১১ জানুয়ারি আনুমানিক রাত ২০.৪৫ ঘটিকার সময় গোপন সূত্রে জানতে পারে যে, কসবার গোপীনাথপুর ইউনিয়নের জয়নগর এলাকার লিয়াকত আলী উচ্চ বিদ্যালয় মাঠের খোলা জায়গায় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
সংবাদ পেয়ে র‌্যাবের আভিযানিক দলটি আনুমানিক রাত ২১.০০ ঘটিকায় ঘটনাস্থলে পৌঁছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ১ জন ব্যক্তি ২টি বস্তা রেখে দৌঁড়ে পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন – আবুল মিয়া ওরফে হাছেন (৪৫), পিতা- মৃত তবদিল হোসেন, ধজনগর, কসবা, ব্রাহ্মণবাড়িয়া।
র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করে জানানো হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত কসবা থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।