নিউজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শিশুকে বকা দেয়ার প্রতিবাদ করায় সোমা আক্তার-(২৮) নামে এক গৃহবধুকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আখাউড়া পৌর এলাকার চন্দনসার গ্রামে এই ঘটনা ঘটে। গত বৃহস্পতিবার সকালে ওই গৃহবধূ হামলার শিকার হলে প্রথমে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
পরে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী শুক্রবার বিকেলে সোমা বেগমকে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় মামলা দায়ের করা হলে পুলিশ মূল অভিযুক্ত জিকুর মা হোসনে আরা বেগমকে গ্রেপ্তার করেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, বৃহস্পতিবার সকালে সোমা আক্তারের স্বামী টিপু মিয়ার চাচাতো ভাইয়ের স্ত্রী মর্জিনা আক্তার সুচি এক শিশুকে অশ্লীল ভাষায় বকা দেয়। সোমা আক্তার এ ঘটনার প্রতিবাদ করে। এ সময় সুচির স্বামী আরিফ হাসান জিকু ও শ্বশুর আব্দুল আওয়াল এসে সোমাকে মারধর করেন। গুরুতর আহত সোমাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার বিকেলে তার অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।
এ ব্যাপারে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুল ইসলাম জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে সোমা আক্তারের লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মূল অভিযুক্ত জিকুকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে তার মা হোসনে আরা বেগমকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।