
অধ্যাপক শেখ কামাল উদ্দিন,বিশেষ প্রতিনিধি : কসবা কসবা আখাউড়া সড়কের পাশে অবস্থিত কসবা আল আজহার মডেল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ৭জন শিক্ষার্থীর শেষ ছবক ও পাগড়ি প্রদান অনুষ্ঠান শনিবার দুপুরে অনুষ্ঠিত হয়। মাদ্রাসার প্রতিষ্ঠাতা পীরজাদা মাওলানা শিবলী নোমানীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা নির্বাহী অফিসার মোঃ সামিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন; আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতি মো: আমিনুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কসবা- আখাউড়া সংসদীয় এলাকার সংসদ সদস্যপ্রার্থী বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ আতাউর রহমান সরকার, জামায়াত নেতা কাজী ইয়াকুব আলী, অধ্যক্ষ মো. তসলিম মিয়া, ছাত্র শিবির সাবেক কসবা উপজেলা সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী মো: ইয়াসিন রেজা প্রমুখ। এতে ৭জন কুরআনে হাফেজকে পাগড়ী ও সনদ প্রদান করা হয়। মাদ্রাসার দ্বিতীয় সাময়িক পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়। মাদ্রাসাটি ইতোমধ্যে এলাকার শিক্ষা বিস্তারে প্রশংসা কুড়িয়েছে।