কসবায় চালকের দক্ষতায় দুর্ঘটনা থেকে রক্ষা পেলো ট্রেন

ব্রাহ্মণবাড়িয়া, 12 January 2022, 349 বার পড়া হয়েছে,
আদিত্ব্য কামাল : ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও ইমামবাড়ি স্টেশনের মাঝামাঝি স্থানে লেভেল ক্রসিংয়ে ট্রাক্টর আটকে গেলে মহানগর গোধূলি ট্রেন দুর্ঘটনার মুখে পড়ে। তবে চালক ট্রেন থামিয়ে ফেলায় কোনো ধরনের ক্ষয়-ক্ষতি হয়নি।
বুধবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় চালকের দক্ষতায় দুর্ঘটনা থেকে রক্ষা পেলো চট্টগ্রাম থেকে ঢাকাগামী আন্তঃনগর মহানগর গোধূলি ট্রেনটি।স্থানীয়রা জানায়, সন্ধ্যা ৭টার দিকে ট্রেনটি কসবা স্টেশন পার হয়। কিছু দূরে লেভেল ক্রসিংয়ে আটকা ছিল ইটবাহী ট্রাক্টর। চালক এস এম আবুল হাসেম জরুরি ব্র্যাক চেপে ট্রেনটি দাঁড় করিয়ে ফেলেন। পরে লেভেল ক্রসিং থেকে ট্রাক্টরটি সরানো হলে ২০ মিনিট পর ট্রেনটি পরবর্তী গন্তব্যস্থল আখাউড়ার উদ্দেশে ছেড়ে আসে।

আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, চালকের দক্ষতার কারণে কোনো ধরনের ক্ষতি হয়নি।