সরাইলে উদীচী শিল্পীগোষ্ঠী’র সভাপতি মোজাম্মেল ও সাধারন সম্পাদক সুমন

ব্রাহ্মণবাড়িয়া, 8 January 2022, 386 বার পড়া হয়েছে,

সরাইল থেকে রুবেল মিয়াঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে নানা আয়োজনের মধ্য দিয়ে উদীচী শিল্পীগোষ্ঠী’র সম্মেলন ২০২২ অনু্ষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে আজ শনিবার (৮ জানুয়ারি) সকাল ১১ টার দিকে সরাইল উপজেলা পরিষদের ডাক বাংলো প্রাঙ্গণে পতাকা উত্তোলন, র‍্যালী ও আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়েছে।

সংগঠনের পতাকা ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সম্মেলনের উদ্বোধন করেন বিশিষ্ট লেখক, কবি ও সাহিত্যিক ওয়াহিদ রহমান।

সরাইল উপজেলা উদীচী শিল্পীগোষ্ঠী’র সাবেক সভাপতি মোঃ শরিফ উদ্দিন সভাপতিত্বে ও উদীচী শিল্পীগোষ্ঠী’র
সম্মেলন প্রস্তুতি কমটির সদস্য সচিব জহিরুল ইসলামের পরিচালনা উক্ত সম্মেলনে প্রধান হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সাবেক এমপি এড. জিয়াউল হক মৃধা।

অনু্ষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সরাইল উদীচী শিল্পীগোষ্ঠী সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক দুইবারের অভিভাবক পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ সুমন পারভেজ।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উদীচী শিল্পীগোষ্ঠী সরাইল উপজেলার সাবেক সভাপতি সঞ্জিব কুমার দেবনাথ, উদীচী শিল্পীগোষ্ঠী সরাইল উপজেলার সাবেক সভাপতি দেবদাস সিংহ রায়, সরাইল সরকারি কলেজ এর অধ্যক্ষ মৃধা আহামুদুল কামাল, সরাইল মহিলা কলেজ এর অধ্যক্ষ মোহাম্মদ বদর উদ্দিন,
সরাইল প্রেসক্লাবের সভাপতি মোঃ আইয়ুব খান, উপজেলা কৃষকলীগের সভাপতি মোঃ শফিকুর রহমান, শিক্ষক ফজলুল হক মৃধা,মোস্তাফিজুর রহমান প্রমূখ।

পরে দুপুর ২ টার দিকে ২য় পর্বের অধিবেশন সভায় উদীচী শিল্পীগোষ্ঠী সরাইল উপজেলা শাখার পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

এ সময় মোজাম্মেল পাঠান কে সভাপতি ও মোহাম্মদ সুমন পারভেজ কে সাধারন সম্পাদক করে উদীচী শিল্পীগোষ্ঠী’র সরাইল উপজেলা শাখার ১৯ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ নতুন কমিটি ঘোষনা করা হয়।

সভায় দিক-নির্দেশনা মূলক বক্তব্য রাখেন, উদীচী শিল্পীগোষ্ঠী ব্রাহ্মণবাড়িয়া জেলা সংসদের সাধারন সম্পাদক ফেরদৌস রহমান।

উল্লেখ্য,নতুন কমিটিতে ১৩ জনকে উপদেষ্টা করা হয়েছে। এতে বীর মুক্তিযোদ্ধা এড. আব্দুর রাশেদ মিয়াকে প্রধান উপদেষ্টা করা হয়েছে ।