কসবায় আগুনে জুটের কারখানা-গুদাম পুড়ে ছাই

ব্রাহ্মণবাড়িয়া, 7 January 2022, 296 বার পড়া হয়েছে,

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় জিকরা কটন মিল নামে এক জুটের কারখানা ও গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সৈয়াদাবাদ বাসস্ট্যান্ডে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে দমকল বাহিনীর লোকজন ২ ঘন্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। এতে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীদ্বয়।

মিলের মালিক সাইফুল ইসলাম বলেন, ঘটনার দিন শুক্রবার সকালে তিনি ব্যবসায়িক কাজে জেলা শহর ব্রাহ্মণবাড়িয়ায় যান। জুম্মা নামাজের পর শ্রমিকরা খাওয়া- দাওয়া নিয়ে ব্যাস্ত। কারখানার পাশেই থাকেন তার ব্যবসায়িক পার্টনার আবদুল জিয়েম ওরফে সামছু। কারখানায় হঠাৎ আগুন দেখতে পান সামছু। আগুন দেখে তিনি চিৎকার শুরু করলে শ্রমিকরা আগুন নেভানোর চেষ্টা করতে থাকেন। এসময় সামছু তার ব্যবসায়িক পার্টনার সাইফুল ইসলামকে আগুন লাগার বিষয়টি জানায়। সাইফুলের নিকট দমকল বাহিনীর নাম্বার না থাকায় তিনি ৯৯৯’ এ ফোন করেন। খবর পেয়ে দমকল বাহিনীর লোকজন ঘটনাস্থলে দ্রুত পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় প্রায় ২০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

দমকল বাহীনির লিডার মো.আবদুল্লাহ খালিদ বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজে লেগে যাই। তুলা জাতিয় দ্রব্য থাকায় দ্রæত আগুন ছড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সম্পুর্ন আগুন নিয়ন্ত্রন আনতে সক্ষম হই। সম্ভবত বৈদ্যুতিক সকসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারনা করা হচ্ছে।