চারদিন ব্যাপী প্রাউড অব ব্রাহ্মণবাড়িয়া’র কম্বল বিতরণ শুরু হয়েছিল গত বছরের ডিসেম্বরে।
এর মধ্যে সদর কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে গত ২৩ ডিসেম্বর বিকাল ৩ টা থেকে রাত ১২ টা পর্যন্ত পীরবাড়ি হতে কাউতলি পর্যাপ্ত চলে কম্বল বিতরণ।
রেল স্টেশন, মুক্তমঞ্চ, সদর হাসপাতালের সামনে, ট্যাংকের পাড়, জেলা পরিষদ মার্কেট এলাকা, পৌর মার্কেট এলাকাসহ সারা শহরের কোথাও খুঁজে পাই নাই ‘মোবারক পাগলা’কে। অবশেষে প্রায় ১০ দিন পর আজ ইংরেজি শুভ নববর্ষের প্রথম দিন ১ জানুয়ারি শহরের মঠের গোড়ায় বিকেল ৫ টায় দেখা মিলে ‘মোবারক পাগলা’র। তাকে ব্রাহ্মণবাড়িয়া শহরের বেশিরভাগ মানুষ’ই চেনেন ‘মনা’ পাগলা নামে। মঠের গোড়ায় তার বসবাস। বেশিরভাগ সময়’ই তাকে মঠের গোড়ায় বসে থাকতে দেখা যায়। অবশেষে তাকে আমি কম্বল দিতে পেড়ে মনে হল কিছুটা দায়িত্ব পালন করতে পেড়েছি। কম্বল পেয়ে ‘মোবারক পাগলা’ও খুশি, আমিও খুশি।
গতকাল নাকি অনেক কষ্ট করেছে শীতে আরো একটি শীতের কাপড় চেয়েছে উনার কোন কাপড় ঠিক মত নাই যদি কোন ব্যক্তি ভালো একটা শীতের সুইটার দিতে পারেন খুব উপকার হবে।
– কোহিনূর আক্তার পিয়া’র ফেইসবুক থেকে নেয়া