সরাইলে ক্রিকেট নিয়ে সংঘর্ষে পুলিশসহ আহত ২০ জন

ব্রাহ্মণবাড়িয়া, 24 December 2021, 400 বার পড়া হয়েছে,
আদিত্ব্য কামাল : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরে ক্রিকেট খেলা নিয়ে বিরোধের জেরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে পাঁচ পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। শুক্রবার (২৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা খন্দকারপাড়া ও কুট্টাপাড়া ডাইনপাড়ার গ্রামবাসীদের মধ্যে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত তিনজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কুট্টাপাড়া গ্রামের কামারবাড়িসংলগ্ন খালি জমিতে খন্দকারপাড়া ও ডাইনপাড়ার একদল কিশোর ক্রিকেট খেলছিল। খেলার একপর্যায়ে কিশোরদের মধ্যে বিবাদ দেখা দেয়। বিবাদের জের ধরে দুপুর ১২টার দিকে খন্দকারপাড়া ক্রিকেট দলের সদস্যরা ডাইনপাড়ার দলের সজিব মিয়াকে (১৯) মারধর করে মাথা ফাটিয়ে দেয়। কিছুক্ষণ পর দুই গ্রামবাসী বল্লম, ইট-পাটকেল ও লাঠিসোঁটা নিয়ে দুই গ্রামের মাঝখানের জমিতে সংঘর্ষে জড়িয়ে পড়ে। আধা ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও এ সংঘর্ষে ৫ পুলিশ সদস্যসহ আহত হয়েছেন ২০ জন।

আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। তবে খন্দকার পাড়ার আমিনা বেগমের অবস্থা গুরুতর হওয়ার তাকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন জানান, বড় ধরনের সংঘাত এড়াতে গিয়ে দুজন কর্মকর্তাসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ছাড়া সংঘর্ষে আহত হয়েছেন উভয় পক্ষের বেশ কয়েকজন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে কয়েকজনকে আটক করা হয়েছে।