কসবায় সিরাজুল হক স্কুল এন্ড কলেজে শিক্ষার মানোন্নয়নে মতমিনিময় সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া, 20 December 2021, 429 বার পড়া হয়েছে,
শেখ মো. কামাল উদ্দিন, কসবা (ব্রা‏হ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার পানিয়ারূপ গ্রামে অবস্থিত সিরাজুল হক স্কুল এন্ড কলেজে আজ সোমবার (২০ ডিসেম্বর) একাদশ শ্রেণিতে ভর্তি ও শিক্ষার মানোন্নয়নে কলেজের অডিটোরিয়ামে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. আমিরুল ইসলাম ভ‚ইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন; কসবা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও কসবা পৌর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু ইউসুফ ভ‚ইয়া, আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ সাংবাদিক শেখ মো. কামাল উদ্দিন, কসবা সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. সফিকুর রহমান, কসবা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কসবা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি মো. হেলাল উদ্দিন, কুটি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন, মঈনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতিকুর রহমান, কায়েমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দন চন্দ্র ভদ্র, কসবা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন।
মতবিনিময় সভায় কলেজের প্রতিষ্ঠাতা সাবেক সদস্য এডভোকেট সিরাজুল হক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এডভোকেট আনিসুল হক এমপিসহ তাঁর পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সিরাজুল হক স্কুল এন্ড কলেজের সহকারি প্রধান শিক্ষক মো. দেলোয়ার হুসেন ও বিএসসি শিক্ষক মো. আমিনুল ইসলামের স ালনায় মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন; অত্র প্রতিষ্ঠানের গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য কাজী আমিনুর রহমান, আওয়ামীলীগের কায়েমপুর ইউনিয়ন সভাপতি মো. জাকির হোসেন, সাধারণ সম্পাদক ইকতিয়ার আলম রনি, মঈনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম রব্বানী, কায়েমপুর ইউনিয়ন পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আবুল বাশার, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য মো. কামাল উদ্দিন মোকলেছ, ডা. সুলতান আহমেদ, দিঘীরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বিল্লাল হোসেন, বিলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম আযম প্রমুখ।
সভায় শিক্ষক, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ সমৃদ্ধি কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাইজখার মাহবুবুল হুদা দাখিল মাদরাসার সুপারিন্টেন্ডেন্ট মাওলানা গোলাম মাওলা।