ব্রাহ্মণবাড়িয়ায় ডিজিটাল বাংলাদেশ দিবসে র‍্যালী-আলোচনা সভা

ব্রাহ্মণবাড়িয়া, 13 December 2021, 373 বার পড়া হয়েছে,

ব্রাহ্মণবাড়িয়ায় ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার সকালে শহরের নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয় থেকে একটি র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বিদ্যালয় মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ শেখ সহিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র মিসেস নায়ার কবির, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ামিন হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি।

সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান বলেন, বর্তমান সরকারের নেতৃত্বে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশে পরিণত হয়েছে। যার সুফল সমগ্র দেশবাসী ভোগ করছে। আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশের এমন কোন সেক্টর নেই যা অনলাইনে করা যাচ্ছেনা। ডিজিটালাইজেশনের ফলে আজকের প্রজন্ম ঘরে বসেই নিজেদের কর্মসংস্থানের সন্ধানের পাশপাশি অর্থনৈতিক ভাবেও স্বাবলম্বী হচ্ছে। আলোচনা শেষে ডিজিটাল ক্ষেত্রে ভূমিকা রাখায় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।